কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট:
কেরানীগঞ্জ (ঢাকা): মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রেজিয়া তালেব হাসাপাতালের সহযোগীতায় চিরন্তন সমাজ কল্যান সংস্থা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এসব রোগীর মধ্যে শিশু, ডায়াবেটিক ও প্রসুতি রোগীর সংখ্যা ছিলো বেশী।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে চিরন্তন সমাজ কল্যান সংস্থার সভাপতি পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাইনি বিভাগের ডাঃ আসিয়া ইসলাম নিশু, মেডিসিন বিভাগের ডাঃ শারমিন ইসলাম, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল ও চিরন্তন সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহ্জামাল প্রমুখ।
নিউজ ঢাকাhttps://www.facebook.com/newsdhaka24/
আরো পড়ুন,গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০https://newsdhaka24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/