বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় অর্জন করবো : কামরুল ইসলাম
বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় অর্জন করবো এবং উন্নয়নের সকল ধারাবাহিকতা বাজায় রাখাবো ইনশাআল্লাহ, ১১ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় আসন্ন একাদশ ২০১৮ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণ মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ হলো মুক্তি যুদ্ধের পক্ষের দল, যে দলের উপর দেশের সকল মানুষের আস্থা আছে বলে আমি মনে করি তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় যেন নিশ্চিত হয়।
উক্ত সভায় সভাপতি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ বলেন আসন্ন জাতীয় নির্বাচন এমন একটি নির্বাচন যা আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তির পরাজয় নিশ্চিত করবো এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ কে আবারো ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার আমার সম্মিলিত ভাবে তা করে যাবো।
এসময় আরো বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন ,ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইউসুফ আলি চৌধুরী, ঢাকা জেলা আওয়ামীলীগ উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব,তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাহের আলি, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ লিটন,বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশকর আলি, কালিন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খোকন সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।