বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএমআরএ) ২০১৯-২১ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।
নয়া কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন বাবু ও সাধারণ সম্পাদক পদে আজিজুল হাকিম নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্নে বিএমআরএ’র কার্যলয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নয় সদস্যের কমিটির মধ্যে অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, অর্থ সম্পাদক আজিম উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান। কার্যনির্বাহী সদস্য হয়েছেন আমিনুল ইসলাম ও শফিক চৌধুরী।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল খায়ের, কমিশনার আবুল হোসেন ও কমিশনার মোঃ শহীদুল ইসলাম।
নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণার পর তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং আগামীতে সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
আরো পড়ুন,ইরফান খান হেরে গেলেও মনের জোরে হারেন নি সোনালী
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]