বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক হলেন হবিগঞ্জের আব্দুল্লাহ শাহীন

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক হলেন হবিগঞ্জের আব্দুল্লাহ শাহীন

বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান আব্দুল্লাহ শাহীন।

গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল্লাহ শাহীন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মাদীয়া আবাসিক এলাকার মৃত আবুল হোসেনের ছোট ছেলে। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই মোহাম্মদ মীর হোসেন উপজেলা যুবলীগ নেতা।

এ বিষয়ে আব্দুল্লাহ শাহীন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সোনার বাংলা গড়তে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিতে আমরা একতাবদ্ধ। আমার জন্য সকলে দোয়া করবেন।

আরো পড়ুনঃ আমাদের সম্পর্কে… 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!