বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক হলেন হবিগঞ্জের আব্দুল্লাহ শাহীন

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক হলেন হবিগঞ্জের আব্দুল্লাহ শাহীন

বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান আব্দুল্লাহ শাহীন।

গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল্লাহ শাহীন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মাদীয়া আবাসিক এলাকার মৃত আবুল হোসেনের ছোট ছেলে। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই মোহাম্মদ মীর হোসেন উপজেলা যুবলীগ নেতা।

এ বিষয়ে আব্দুল্লাহ শাহীন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সোনার বাংলা গড়তে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিতে আমরা একতাবদ্ধ। আমার জন্য সকলে দোয়া করবেন।

আরো পড়ুনঃ আমাদের সম্পর্কে… 

Check Also

প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ!

ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সেবা, প্রশিক্ষণ ও সদস্য স্তরের ০৩ (তিন) জন রোভার স্কাউট—তাসনীমূল হোসেন, …