বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করাই সাংবাদিকদের মূল দায়িত্ব এবং প্রকৃত সত্য ঘটনা, উন্নয়নের চিত্র ও গঠনমূলক সমালোচনা করা প্রত্যেক সাংবাদিকদের উচিত। সোমবার বিকেলে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে কেরানীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বর্তমান সরকারের আমলেই দেশের সব গনমাধ্যমগুলো স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। কেরানীগঞ্জের সাংবাদিকদের প্রেসক্লাবে সকল সুযোগ সুবিধা থাকার দরকার। গত ১০ বছরে কেরানীগঞ্জে উন্নয়নের ব্যাপক পরিবর্তন হয়েছে। আগামীতেও রাস্তা ঘাট বড় হবে, বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে যাবে, আগামী ৫/৬ বছরে সবাই অন্য এক নতুন কেরানীগঞ্জ দেখবে। এ উন্নয়নের তথ্য গুলো তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকায় দেশ আজ বিশ্বে উন্নয়নশীল পরিচিতি লাভ করেছে। বর্তমান সরকার সাংবাদিকদের সুবিাধার্থে ঢাকা প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটিতে সাংবাদিকদের সুযোগ সুবিধার ব্যাবস্থা করেছে।
মন্ত্রীর কাছে সাংবাদিকদের আবাসন নিয়ে দাবী তুললে মন্ত্রী বিষয়টি নির্বাচনের পর দেখবেন বলে সাংবাদিকদের আশস্ত করেন।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ শফিক চৌধুরী বলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাব হবে সাধারন মানুষদের জন্য। সিনিয়ার সাংবাদিক যারা আছেন তারা ছোটদের সকল বিষয়ে সহযোগিতা করবেন। আমরা সাংবাদিকরাও মানুষ, আমাদের ও ভুল হতে পারে, আমাদের এ ভুলগুলো আপনারা সাধারন মানুষ যারা আছেন তারা ধরিয়ে দিবেন।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনির সভাপত্বিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম,জিনজিরা ইউপি চেয়ারম্যন হাজি সাকুর হেসেন সাকু, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, কেন্দ্রীয় যুবলীগ কার্যনির্বাহী সদস্য এন আই সৈকত, কেরানীগঞ্জ প্রেস ক্লবের সাংবদিক মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিক চৌধুরী, মোঃ সালাহউদ্দিন, মোঃ রাশেদ আলী, আলতাফ হোসেন মিন্টু,আবু জাফরসহ সকল সদদস্য, কেরানীগঞ্জ মডেল ওসি (তদন্ত) মোল্লা সোয়েব আলী, দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।