বশেমুরবিপ্রবির যৌন নিপীড়ক শিক্ষক আক্কাস আলীকে চাকরি থেকে বহিষ্কার

সুকান্ত সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)তে দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ আক্কাস আলীকে শাস্তি স্বরূপ চার (৪) বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দীন আহমদের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয় ৷

উক্ত অফিস আদেশে উল্লেখিত তদন্ত কমিটির সকল তদন্তের প্রেক্ষিত মোঃ আক্কাস আলীকে শাস্তি স্বরূপ আজীবন বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যহতি এবং চার (৪) বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত ৭ই এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে এবং আন্দোলনের প্রেক্ষিতে অভিযুক্ত সহকারী অধ্যাপক আক্কাস আলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

নিউজ ঢাকা

আরো পড়ুন,নরসিংদীতে ভুয়া পুলিশ আটক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!