ফরিদপুর ২ আসনে নৌকার মাঝি সৈয়দা সাজেদা চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের টিকেট পেলেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

সোমবার (২৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনের প্রার্থী সাজেদা চৌধুরী বিষয়টি প্রধানমন্ত্রী নিজে নিশ্চিত করেন।

রবিবার আওয়ামীলীগের নিশ্চিত প্রার্থীদের চিঠি দেয়া হলেও সাজেদা চৌধুরী কোন চিঠি পান নি। এ নিয়ে এলাকায় গুঞ্জন উঠে তার শারীরিক অসুস্থতার জন্য হয়তো  এবার মনোনয়ন নাও দেয়া হতে পারে তাকে। এ নিয়ে ফরিদপুর ২ আসনের নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং অসোন্তষ দেখা যায় ।

পরে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেন আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী  সৈয়দা সাজেদা চৌধুরী। এর পরে ফরিদপুর ২ আসনে জনগনের ভিতর ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যায় এবং নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

সৈয়দা সাজেদা চৌধুরী  হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট প্রমিলা রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা। তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবেও পূর্বে কর্মরত ছিলেন।

 

নিউজ ঢাকা ২৪।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!