প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী মনোনীত

 ইউজিসি প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী।  ইউজিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীরা হলেন- লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুক, বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Check Also

আসিফ নজরুল

প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস পাবেনঃ আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ থেকে এক …