পুরান ঢাকায় জবি ছাত্রীকে যৌন হয়রানি,অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত করা ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে দুই যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে।

সিসিটিভি ফুটেজে জবি ছাত্রীকে হয়রানি করা দুই বখাটে।

পরে ওই শিক্ষার্থীর তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজও পাওয়া যায়। সিসি টিভি ফুটেজে শিক্ষার্থী লাঞ্চনার প্রমাণ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী জানান, সকালে কলতাবাজার সংলগ্ন খান প্লাজার সামনে তিন রাস্তার মোড়ে মোটর সাইকেল আরোহী দুই বখাটের হাতে তিনি নির্যাতনের শিকার হন।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, উক্ত ঘটনার সিসি টিভি ফুটেজটি আমাদের হাতে এসেছে, দ্রুতই আমরা দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনব।  সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, এই ব্যাপারে ভুক্তোভোগী শিক্ষার্থী মামলা করেছেন, দোষীদের শনাক্তের চেষ্টা চলছে, দ্রুতই গ্রেফতার করতে পারব বলে আশা করছি।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময়, ১ ডাকাত নিহত

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!