পুরান ঢাকায় এসি বিস্ফোরনে দগ্ধ ৩ শ্রমিক

ওয়ালিদ হোসেন ফাহিম: রাজধানীর পুরান ঢাকায় ইসলামপুর এলাকার লায়ন টাওয়ার মার্কেটে এসির গ্যাস সিলেন্ডার বিস্ফোরন হয়ে ৩জন দগ্ধ।

আজ বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর থেকে জানা যায়।

সালমান নামের এই এলাকার বাসিন্দা জানায়,লায়ন টাওয়ার মার্কেট ১০ তলায় এসি সার্ভিসিং করতে গিয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আহত হন ৩ জন এসি মিস্তিরি।এ সময় এই এলাকায় মার্কেটে থাকা লোকজন দ্রুত মার্কটে থেকে নেমে চলে আসে।

ঘটনাস্থলে থাকা এক ফায়াঁর সার্ভিস কর্মি নিউজ ঢাকা কে জানায় বিস্ফোরণ টি উপরের তলায় হওয়ায় তেমন কোনো অগ্নি কান্ড হয়নি। তবে এখানে ৩ জন সার্ভিসিং কর্মী দগ্ধ হয়েছেন,।

তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ায় পর ডাক্তার সাথে সাথে একজন কে মৃত্যু ঘোষণা করেন।বাকি ২জন গুরুতর অবস্থান চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ঢাকা মেডিকেলের এক ডাক্তার জানান, বাকি ২জন এর অবস্থান অনেক খারাপ।আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি বাকি টা আল্লাহ ভরসা।

নিউজ ঢাকা

আরো পড়ুন,রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির আইড়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দিলেন গৃহবধূ

  ঢাকার কেরানীগঞ্জে ফাহমিদা আক্তার (২০) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন …

error: Content is protected !!