পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি এর বার্ষিক বনভোজন সম্পন্ন

পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি এর বার্ষিক বনভোজন সম্পন্ন

পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) কেরানিগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি এস এম সবুজের সভাপতিত্বে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ পাল এবং বিশেষ অতিথি হিসেবে বনভোজনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টামন্ডলি, পিরোজপুর জেলার গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষকমণ্ডলী, আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, এবং ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শতাধিক শিক্ষার্থী।

সংগঠনটির সভাপতি এস এম সবুজ জানান, আমাদের অক্লান্ত পরিশ্রম এবং উপদেষ্টাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে আমরা উদ্যোগ নিয়ে সফলভাবে এই বনভোজন সম্পন্ন করেছি। পিরোজপুর জেলার বিভিন্ন নেতাকর্মীদের আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমেই এত বড় বনভোজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আরো পড়ুনঃ মিটফোর্ড হাসপাতাল এর চিকিৎসা সেবা চলছে অস্বাস্থ্যকর পরিবেশে

Check Also

টিআইবি

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১ হাজার কোটি টাকা দুর্নীতিঃ টিআইবি

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৪ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের …