পারিবারক কলহের জের ধরে ব্রীজের উপর থেকে নদীতে ফেলে স্ত্রীকে হত্যা ; স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঃ
পারিবারক কলহের জের ধরে বুািড়গঙ্গা প্রথম সেতু (পোস্তগোলা ব্রীজের)
উপর থেকে নদীতে ফেলে স্ত্রীকে হত্যা করলো পাষন্ড স্বামী। নিহত
গৃহবধুর নাম কানিজ ফাতেমা সাম্মু (৩৫)।

ঘটনাটি ঘটেছে শনিবার
রাত ১১টায়। প্রতক্ষ্যদর্শিরা সাথে সাথে পাষন্ড স্বামীকে রিপনকে আটক
করে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ সোপর্দ করে। নিহতের বাড়ী রাজধানীর
গেন্ডারিয়া থানার ৬০/৬১ মিলব্যারাক কেবি রোড এলাকায়। তার পিতার
নাম মৃত ওসমান জাফর।
দক্ষিন কেরানীগঞ্জ থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, সাম্মু ও রিপনের
পারিবারিক ভাবে শরিয়ত মোতাবেক ২০০৭ সালে বিয়ে হয়। বিয়ের পরে
তারা ৬০/৬১ মিলব্যারাক কে বি রোডে রিপনদের নিজ বাড়িতেই বসবাস
করতেন। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। দীর্ঘ
সময় অতিবাহিত হয়ে গেলেও তাদের কোন সন্তান হয় নি। পারিবারিক কলহ
ছিলো তাদের নিত্য দিনের সঙ্গী। শনিবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ঝগড়া হয়।
এরপরে রাত আনুমানিক ১০ টার দিকে রিপন ঘুড়তে বের হবার কথা বলে স্ত্রী
সাম্মুকে নিয়ে পোস্তখোলা ব্রীজের ওপরে আসে। ব্রীজের মাঝামাঝিতে
আসলে স্ত্রী সাম্মুকে ব্রীজ থেকে নদীতে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় পাষন্ড
স্বামী রিপন। ঘটনাটি ব্রীজের ওপর থাকা পথচারীদের নজরে আসলে তারা
রিপনকে আটক করে দক্ষিন কেরানীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে দক্ষিন
কেরানীগঞ্জ থানা পুলিশ রিপনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে
নিহত সাম্মুর পরিবারের লোকজন সারা রাত নদীর পারে সাম্মুকে জীবিত
অথবা মৃত খুজতে থাকেন। পরদিন গতকাল রবিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ
থানাধীন হাসনাবাদ মোকামপাড়া এলাকায় বুড়িগঙ্গা নদীর
তীরবর্তিস্থানে সাম্মুর লাশ ভেসে উঠে। পুলিশ নিহত সাম্মুর ভাসমান
লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী কওে ময়না তদন্তের জন্য স্যার
সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত সাম্মুর ছোট বোন রিফাত ফাতেমা বাদী হয়ে দক্ষিন
কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

নিউজ ঢাকা২৪https://www.facebook.com/newsdhaka24/

আরো পড়ুন,সিরাজগঞ্জে বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানhttps://newsdhaka24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু …

error: Content is protected !!