পহেলা অক্টোবর জবিতে উদযাপিত হবে শরৎ উৎসব

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: আগামী মঙ্গলবার (১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) আয়োজনে জবিতে উদযাপিত হতে যাচ্ছে শরৎ উৎসব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই শরৎ উৎসব উদযাপনের আয়োজন করা হবে। ইতিমধ্যেই শরৎ উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আগামীকাল মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে এই শরৎ উৎসবের উদ্ধোধন করবেন। শরৎ উৎসব উদ্ধোধনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) আয়োজনে সারাদিনব্যাপী থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

শরৎ উৎসব উদযাপনের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীরা বাংলা সংস্কৃতি ধারণ এবং শরৎ কে উপজীব্য করে বিভিন্ন পরিবেশনার প্রস্তুতি সম্পন্ন করেছেন। মঞ্চের ব্যাকগ্রাউন্ড সাজানো ও ডিজাইন করা সম্পন্ন করা হয়েছে। প্রাণবন্ত একটি শরৎ উৎসব সকলে উপভোগ করবে বলে আশা করি।

নিউজ ঢাকা

আরো পড়ুন,জবিতে ৭১-এর যুদ্ধশিশু অবদিত নিয়ে মুক্ত আলোচনা সভা

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …