নরসিংদী-৩ আসনে আ’লীগের এজেন্টকে গলা কেটে হত্যা

নরসিংদী: নরসিংদী-৩  (শিবপুর) আসনের ৭৫ কুণ্ডারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মিলন মিয়া (৩০) নামে নৌকার এক এজেন্টকে গলা কেটে হত্যা করেছে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর (স্বতন্ত্র) সমর্থকরা।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী (স্বতন্ত্র) সিরাজুল ইসলাম মোল্লা (বর্তমান এমপি) কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় আওয়ামী সমর্থকরা তাকে আধা ঘণ্টা কেন্দ্রের ভেতরে আটকে রাখেন। এ খবর পেয়ে সিরাজুল ইসলামের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় মিলনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহাবুব মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল।সিরাজুল ইসলাম কেন্দ্রে আসার পরে সংঘর্ষ শুরু হয়।

রো পড়ুন: ঢাকা ৩ আসনের ফলাফল

ঢাকা ৩ সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু।

নৌকা প্রতীক নিয়ে নসরুল হামিদ বিপু পেয়েছেন ২,২১,১৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫৯২ ভোট।
এছাড়াও ঢাকা ৩ আসন থেকে মজিবর রহমান মই মার্কা নিয়ে, আলী রেজা মটর গাড়ি প্রতীক নিয়ে , আরিফুর রহমান সিংহ প্রতীক নিয়ে, মোস্তফা মহসীন মন্টু সূর্য প্রতীক নিয়ে, সুলতান আহমেদ হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

ফলাফল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপসচিব মনজুরুল হাফিজ, ম্যাজিষ্টেট সানজিদা পারভীন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির আহমেদ, উপজেলা ভুমি অফিসার মতিউর রহমান, জুডিশিয়াল মেজিস্টেট শাহীন রহমান প্রমুখ।

ঢাকা ৩ আসনে ১০৭ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা ৩ আসনে মোট ভোটার তিন লক্ষ বারো হাজার।

Check Also

আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। আজ মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর এভার …