হৃদয় এস সরকার:
নরসিংদী সরকারি কলেজে বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) নরসিংদী জেলা শাখা উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজন কলেজের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা অফিসার আবদুল আজীজ । ভাপা পিঠা ,পাটি সাপটা, তেল পিঠা, নকশী পিঠা ও চিতই পিঠাসহ আরো ১৯ পদের পিঠা তৈরী ও পরিবেশন করেন ঋতু আক্তার , শাহেদ ইমতিয়াজ আজিজুল সহ জেলা ফাউন্ডেশনের অন্যান সদস্যরা । অনুষ্ঠানের আয়োজকরা নিউজ ঢাকা ২৪ কে বলেন,মহান বিজয় দিবসের মাসে বাঙালিয়ানার ঐতিহ্য নানান রকমের পিঠা সকলের মাঝে তুরে ধরবার জন্যেই এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী রেল স্টেশনের আশপাশের অসহায় ছিন্নমূল ২০ জন্য পথ শিশু সহ জেলা শাখার সদস্য যারা মাঠ পযার্য়ে কাজ করেন উক্ত অনুষ্ঠানের জন্যে নিহা,স্বর্না,মুন্নি,নিশাত,প্রান্ত,আশিক ও ইয়াসিন । আরো ছিলেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরী,বাংলাদেশ উৎসর্গ ফাউনন্ডেশনের চেয়ারম্যান মো:ইমরুল কায়েস,নরসিংদী উৎসর্গ ফাউনন্ডেশনের সভাপতি ফারহান জুনায়েদ, নরসিংদী উৎসর্গ ফাউনন্ডেশনের সাধারণ সম্পাদক আছলাম ভূইাঁয়া ।
আরো পড়ুন,কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের উদ্দ্যোগে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প