দুটি ‘কাব্যগ্রন্থ’ নিয়ে অমর একুশে গ্রন্থমেলা য় দ্বীন মোহাম্মাদ দুখু

অমর একুশে গ্রন্থমেলা -২০১৯ সেজেছে বর্ণাঢ্য আয়োজনে। অমর একুশে বইমেলার এই বর্ণাঢ্য আয়োজনকে আরো বেশি রোমাঞ্চকর করতে তরুণ কবি দ্বীন মোহাম্মাদ দুখু-এর দুইটি বই প্রকাশিত হচ্ছে একযোগে।

কলি প্রকাশনী (স্টল নং ৪১১ ও ৪১২)থেকে
একগুচ্ছ গণজাগরণের কবিতা নিয়ে থাকছে-
“জনতার মঞ্চে দাঁড়িয়ে বলছি”
কাব্যগ্রন্থটি।তরুণ কবি দ্বীন মোহাম্মাদ দুখু দৈনিক আলোকিত ভোরকে জানান
এই ক্যাবগ্রন্থটিতে চলমান সময়কে নিখুঁতভাবে ফুটিয়ে
তোলা হয়েছে।

এছাড়াও আনন্দম প্রকাশনী (স্টল নং ৩৮২) থেকে
অনবদ্য প্রেমের কবিতা নিয়ে থাকছে-
প্রতীক্ষায় ছিলাম কাব্যগ্রন্থটি।এই “প্রতীক্ষায় ছিলাম কাব্যগ্রন্থটি সম্পর্কে জানতে চাইলে তরুণ কবি দৈনিক আলোকিত ভোরকে জানান কাব্যগ্রন্থটি তরুণ- তরুণী সহ সকল বয়সের পাঠকের মনে জাগ্রত প্রেমের অনুভূতির সঞ্চার করবে বলে
কবি আশা ব্যক্ত করেন ।

এছাড়াও এই কাব্যগ্রন্থ দু’টির অনলাইন পরিবেশক রকমারি.কম কবি দ্বীন মোহাম্মাদ দুখু রাজবাড়ী জেলার কালুখালী থানার অন্তর্গত বিলুপ্তপ্রায় বাকাই নদীর তীরে অবস্থিত বানজানা গ্রামে ১৯৯৬ সালের
পহেলা নভেম্বর জন্মগ্রহণ করেন।

দেশের বহুমূখী সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকা- স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থীর বয়স যখন আট বছর
ঠিক তখন থেকেই মুখে মুখেই ছড়া তৈরীর প্রবণতা দেখা যায়।

শুধু তাই না এছাড়াও এই তরুণ কবি চতুর্দশপদী ( সনেট) কবিতা লেখার মধ্য দিয়ে কবিতা অঙ্গনে প্রবেশ করেন।

সম্প্রতি তিনি উপস্থাপনার পাশাপাশি নাটকের স্ক্রিপ্ট এবং সঙ্গীত রচনায় পারদর্শিতা দেখিয়েছেন।

বর্তমানে তিনি ত্রি-মাসিক সাহিত্য পত্রিকা ‘দুরন্ত বৈঠা’- এর সম্পাদক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবাধ পদচারণা খুবই প্রশংসনীয়।

এই তরুণ কবি পশ্চিমবঙ্গ থেকে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …