ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ২য় দিনের মতো বিক্ষোভে জবি ছাত্রীরা

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ২য় দিনের মত বিক্ষোভ ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ছাত্রীরা। এসময় তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আজ দুপুর সাড়ে ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মেয়েরা এই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ১১ তম ব্যাচের শিক্ষার্থী নামিরা নাওয়ার বলেন, মেয়ে হিসেবে আমরা এই নিরব প্রতিবাদ করেছি। আমরা ছেলেদের কাছে মা যেয়ে নিজেদের প্রতিবাদ নিজেরা করব। একই ব্যাচের শিক্ষার্থী আয়েশা আজাদ সামিয়া বলেন, আমরা সাধারন শিক্ষার্থী। আমাদের মেয়েদের পক্ষ থেকে আমরা মানববন্ধনে দাড়িয়েছি। আমাদেরকে নারী হিসেবে দেখুন, পণ্য হিসেবে নয়। আমরা আমাদের সচেতনতা নিশ্চিত করতে চাই।

নিউজ ঢাকা

আরো পড়ুন,১৬৫০ মিটার দৃশ্যমান,পদ্মা সেতুর

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …