ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল) আসনে চরমোনাই পীরের মনোনীত প্রার্থী হাফেজ মাওঃ জহিরুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব জাকির মাহমুদের নিকট হাতপাখা প্রতীকের মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে ঢাকা-২ আসনের বিভিন্ন নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ে ভিড় জমান। মনোনয়ন জমা দেওয়ার সময় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে মাওলানা জহির বলেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা হাফেজ আরাফাত আলী সাহেবসহ ঢাকা-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জনাব আলহাজ্ব মোঃ হানিফ মেম্বার সাহেব ইয়াকুব হোসেন, মাও: রেজওয়ানুল হক, হাফেজ রিয়াজুল ইসলাম আল মুন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

 

 

Check Also

বিএনপি

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি । …