ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ সদর দপ্তরের মেইন গেইট সংলগ্ন রাকিব অনলাইন নামক দোকান থেকে জাল সীল সহো দোকানদার আটক।
অদ্য ১৯/৭/১৭ই বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় অভিযান চালিয়ে বেশ কয়েটি সত্যয়িত করার জাল সিল পাওয়া যায়। মডেল থানার এস আই ওবাইদুর রহমান বলেন ট্রেড সাইসেন্সবিহীন দোকোনে এসব অবৈধ কাজ হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়, দোকান থেকে বেশ কয়েকটি জাল সত্যায়িত করার সিল পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানান অনলাইনের দোকানে যখন কোন গ্রাহক মিটারের আবেদন করেন তখন তাদেরকে বিভিন্ন কৌশলে ভ্রান্ত ধারনা দিয়ে ফাদে ফেলা হয়। সাধারন গ্রাহকদের এমনটিই বলা হচ্ছে তাদের দ্বারা ওয়ারিং করালে দ্রুত মিটার পাওয়া যাবে তাদের সাথে না কি বিদ্যুৎ অফিসের যোগাযোগ আছে তারা অফিসারদের ঘুষ দিয়ে তাড়াতাড়ি মিটার লাগিয়ে থাকেন।