ঢাকা পল্লী বিদ্যুৎ স‌মি‌তি অফিসের সামনে থেকে ভুয়া সত্যায়িত সিলসহ এক দোকানদার গ্রেফতার

ঢাকা পল্লী বিদ্যুৎ স‌মি‌তি ৪ সদর দপ্ত‌রের মেইন গেইট সংলগ্ন রা‌কিব অনলাই‌ন নামক দোকান থেকে জাল সীল সহো দোকানদার আটক।

অদ্য ১৯/৭/১৭ই বিকাল আনুমা‌নিক ৫:০০ ঘ‌টিকার সময় অভিযান চা‌লি‌য়ে বেশ ক‌য়ে‌টি সত্য‌য়িত করার জাল সিল পাওয়া যায়। ম‌ডেল থানার এস আই ওবাইদুর রহমান ব‌লেন ট্রেড সাই‌সেন্স‌বিহীন দোকো‌নে এসব অবৈধ কাজ হ‌চ্ছে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তল্লা‌শি চালা‌নো হয়, দোকান থে‌কে বেশ ক‌য়েক‌টি জাল সত্যা‌য়িত করার সিল পাওয়া যায়। প‌রে তা‌কে গ্রেফতার করা হয়।
এলাকাবা‌সী জানান অনলাই‌নের দোকা‌নে যখন কোন গ্রাহক মিটা‌রের আবেদন ক‌রেন তখন তা‌দের‌কে বিভিন্ন কৌশ‌লে ভ্রান্ত ধারনা দি‌য়ে ফা‌দে ফেলা হয়।  সাধারন গ্রাহক‌দের এমন‌টিই বলা হ‌চ্ছে তা‌দের দ্বারা ওয়া‌রিং করা‌লে দ্রুত মিটার পাওয়া যা‌বে তা‌দের সা‌থে না কি বিদ্যুৎ অফি‌সের যোগা‌যোগ আছে তারা অফিসার‌দের ঘুষ দি‌য়ে তাড়াতা‌ড়ি মিটার লা‌গি‌য়ে থা‌কেন।

এলাকাবাসী আরো ব‌রেন তা‌দের ৪ ৫ জ‌নের এক‌টি সি‌ন্ডি‌কেট আছে। তা‌রা  বি‌ভিন্ন রকম প্রতারনার মাধ্য‌মে লক্ষ লক্ষ টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে।
প্রশ্ন হ‌চ্ছে বিদ্যুৎ প্র‌তি ম‌ন্ত্রির পাশ্ববর্তী এলাকা এবং একই উপ‌জেলায় য‌দি এই ধর‌নের অনিয়ম হ‌য়ে থা‌কে তাহ‌লে দে‌শের অন্যান্য এলাকায় কি ধর‌নের অনিয়ম হ‌তে পা‌রে? দালাল‌দের দৌরাদ্যর জন্য পল্লী বিদ্যুৎ স‌মি‌তি গু‌লো দা‌য়ী নয় কি ?
ঢাকা পল্লী বিদ্যুৎ স‌মি‌তি ৪ এর সি‌নিয়র জেনা‌রেল ম্যা‌নেজার জি এম রবিউল ইসলাম কে এ ব্যাপারে ফোন দেয়া হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …