ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ এর প্রধান ফটকের ছাদ ভেঙ্গে আহত ৮

ঢাকা কেন্দ্রীয় কারাগার,কেরানীগঞ্জ এর নির্মানাধীন প্রধান ফটকের ছাদ ভেঙ্গে পড়েছে। এতে অন্তত ৮ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম (৩০), মাইনুদ্দিন (২৭), রিপন (৩২), হান্নান (৩৩), রাজ্জাক (৩০) ও সোহরাব (৩০)। আহত অন্য দুইজনের নাম জানা যায়নি। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারে প্রবেশ পথের প্রধান ফটকের নির্মানের কাজ চলছে। সপ্তাহখানেক আগে ফটকের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ সেটি বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এতে নিচে থাকা কয়েক শ্রমিক চাঁপা পড়েন। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন কারারক্ষী অভিযোগ করেন, ছাদ ঢালাইয়ের পর নিচে কাঠ ও বাঁশ দিয়ে ঠেকা দেওয়া ছিল। নিন্মমানের ইট, সিমেন্ট ও বালুসহ বিভিন্ন মালামাল ব্যবহার করায় ছাদটি ভেঙ্গে পড়েছে।
জানা গেছে, কারাগারের প্রবেশপথের ফটক নির্মানের দায়িত্বে রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মমতাজ ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির মালিক মোঃ রনি। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কাওছার বলেন, গত বৃহস্পতিবার ফটকের ছাদটি ঢালাই দেয়া হয়েছিল। কী কারনে এ দুর্ঘটনা ঘটেছে, তা পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে। তবে নিন্মমানের মালামাল ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ সজীব সরকার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কী কারনে ফটকের ছাদ ভেঙ্গে পড়েছে, সেবিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!