ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিরকালে ৭ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে বাচ্চু মিয়া(৫৪) মোঃ সোহাগ দেয়ান(৩০), মনির হোসেন(১৮),মোঃ সাগড়(১৯), মোঃ রজিব হোসেন(১৮), মোঃ সাকিল(২০) ও মোঃ বিল্লাল হোসেন(৪২)। গত মঙ্গলবার গভীর রাতে দক্ষিন কেরানীগঞ্জের বুড়িগঙ্গা প্রথম সেতুর উপর থেকে তাদের আটক করা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এএসআই নিউটন কাজী জানান, মঙ্গলবার গভীর রাতে বুড়িগঙ্গা প্রথম সেতুর উপর একদল ডাকাত ডাতাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত অবস্থায় আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে অভিযান চালিয়ে হাাতেনাতে ৭ ডাকাতকে আটক করি। এসময় তাদের কাছ থেকে লোহাড় রড,ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতির সময় টহলরত পুলিশ তাদের আটক করে। তারা বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছিল।
এএইচএম সাগর।
আরো পড়ুন,জবির ৯৫ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পুরষ্কারের জন্য মনোনীত