ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়াতে ট্রান্সফর্মার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। এতে আরো ২ জন দগ্ধ হয়েছেন।
গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ট্রান্সফর্মার বিস্ফোরনের এ দুর্ঘটনাটি ঘটে। এতে বাবু নামে ১ জন মারা যায় এবং মোস্তাক ও রফিকুল নামে দুজন দগ্ধ হয়।
চুনকুটিয়ার নাজিরাবাগ এলাকায় একটি কুড়িয়ার সার্ভিস সংলগ্ন ট্রান্সফর্মার বিস্ফোরনে আগুন লেগে যায়।
শুক্রবার সকালে দ: কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Read more: এরশাদের প্রেমের ...
এরশাদের বই বের হলো বই মেলাতে : প্রেমের কবিতা :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বই বের হলো বই মেলাতে মোট ৪ টি বই এবারের মেলায় বের করেছেন তিনি।
অমর একুশের মেলায় বের হওয়া চারটি বইয়ের নাম হচ্ছে: প্রেমের কবিতা, হে আমার দেশ, ঈদের কবিতা ও বৈশাখের কবিতা।
গতকাল বৃহস্পতিবার একুশে বইমেলায় আকাশ প্রকাশনী গ্রন্থাগারে ( স্টল নং- ৩৭২-৩৭৪ ) তিনি এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাহিদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, ও উপদেষ্টামণ্ডলীর সদস্য রিন্টু আনোয়ার।
এরশাদ এ সময় বলেন, সবার ব্যথায় আমি ব্যথা পেয়েছি। মানুষের আনন্দে আমি আনন্দিত হয়েছি। আর সেসব বিষয় নিয়ে আমার লেখা। আমি নিজেকে কবি বলবো না। তবে আমার লেখা পড়লে বুঝবেন আমার মনে কত ব্যথা, কত আনন্দ, কত সুর