জিনজিরা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত।

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে অবস্থিত জিনজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে আজ।

স্বাস্থ্য সেবা সপ্তাহ ১০ ই ডিসেম্বর ২০১৮ থেকে শুরু হয় এবং চলবে ১৬ ই ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে আজ ১২ ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দ্যোগে দিনের শুরুতে এক রেলী বের করা হয়।


রেলীটি জিনজিরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতালের গেটে এসে শেষ হয়।
রেলীতে হাসপাতালের চিকিৎসক সহ আশেপাশের স্কুলের ছাত্র ছত্রীসহ সাধারন জনগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে। রেলী শেষে হাসপাতাল কমপাউন্ডে কেক কেটে রোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাঃ মুহাম্মদ হাবিবুর রহমান। এসময় কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলতাফ হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, ডাঃ খাদিজা রহমান ( সার্জারী বিশেষজ্ঞ) , ডাঃ নিগার সুলতানা ( গাইনী বিশেষজ্ঞ) , ডাঃ ঈশিতা (মেডিকেল অফিসার), ডাঃ মারুফ মেডিকেল বিশেষজ্ঞ) ,ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ডাঃ মেহনাজ, ডাঃ লাবন্য, ডাঃ ফারিহা, ডাঃ রাফিজ, স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণা রানী, সালমা জেসমিন সহ সিনিয়র নার্স সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য হাসপাতালটি অনেক আগে প্রতিষ্ঠিত হলেও গত মে মাস থেকে কার্যক্রম শুরু করে।

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …