জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আালোচনা সভাসহ বর্নঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

জিনজিরা পী এম স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ম.ই মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী মোঃ সেলিম আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, জিনজিরা পী এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাহিদ জামান দুলাল ও জিনজিরা পী এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু বক্কর সিদ্দিক ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ বলেন, আজকের নবীনরাই আগামীর দেশ পরিচালক। এখন থেকেই নিজেদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। এখন থেকেই নবীনদের তৈরী হতে হবে আগামীর বিশে^ নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য। বাংলাদেশকে বিশে^র বুকে তুলে ধরার জন্য।

প্রধান অতিথীর বক্তব্যে শাহীন আহমেদ বলেন, জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা হলো নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার সাথে একাডেমির শিক্ষার সমন্বয় কেউ যদি ঠিক রাখে তা হলে সে অনেক দূরে যায়, প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী শিক্ষার মান পরিবর্তনের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন।

বর্তমান সরকারকে বলা হয় শিক্ষা বান্ধব সরকার। কেরানীগঞ্জে ১৮টি স্কুলে ১০ বছর ধরে মিডডে মিল চালু হয়েছে। কেরানীগঞ্জের ১৩০টি প্রাথমিক স্কুলে পর্যায় ক্রমে মিডডে মীল চালু করা হবে।

প্রকৃত শিক্ষিত হবার চেয়ে প্রকৃত মানুষ হওয়াটাই বেশি জরুরী। প্রকৃত মানুষ হতে না পারলে কেউ সমাজ বা দেশের কোন কাজে আসতে পারে না। প্রতিটা মানুষের মধ্যে পার্থক্য থাকে তাদের ব্যাক্তিত্বে, আচরনে। প্রতিটা শিক্ষার্থীর প্রকৃত মানুষ হওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে ম.ই মামুন বলেন, প্রকৃত শিক্ষিত হবার চেয়ে প্রকৃত মানুষ হওয়াটাই বেশি জরুরী। প্রকৃত মানুষ হতে না পারলে কেউ সমাজ
বা দেশের কোন কাজে আসতে পারে না। প্রতিটা মানুষের মধ্যে পার্থক্য থাকে তাদের ব্যাক্তিত্বে, আচরনে। প্রতিটা শিক্ষার্থীর প্রকৃত মানুষ হওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে হবে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ষড়যন্ত্রকারীরা আগামী নির্বাচন বানচালের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে : খাদ্যমন্ত্রী

Check Also

বুড়িগঙ্গা নদী তে লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু: ৪ বছরেও শেষ হয়নি বিচার

বুড়িগঙ্গা নদী তে লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু: ৪ বছরেও শেষ হয়নি বিচার

২০২০ সালে ২৯ জুন সদরঘাটের শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদী তে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ‘মর্নিং …