জাবিতে আজ থেকে তিন দিন ব্যাপী ‘মুক্তি সংগ্রাম চলচ্চিত্র উৎসব’ শুরু

মোঃ খালেদ সাইফুল্লাহ,(জাবি প্রতিনিধি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে আজ সোমবার (২৫ মার্চ) থেকে শুরু হলো তিন দিন ব্যাপী মুক্তি সংগ্রাম চলচ্চিত্র উৎসব।স্বাধীনতার ৪৮ বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র কতৃক আয়োজিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব পরিবেশনার দায়িত্বে আছে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি। আজ প্রথম দিন প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল এর পরিচালনায় মুক্তিযুদ্ধের ছায়াছবি জীবন ঢুলি এবং জহির রায়হানের মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড।

দ্বিতীয় দিন (২৬ মার্চ) প্রদর্শিত হবে তারেক মাসুদ এর মুক্তির গান এবং এ.জে. কার্দার পরিচালিত জাগো হুয়া সাভেরা।শেষ দিন (২৭ মার্চ) প্রদর্শিত হবে নির্মলেন্দ গুণ এর রচনা অবলম্বনে মাসুদ পথিক এর পরিচালনায় ছায়াছবি নেকাব্বরের মহাপ্রয়ান, একজন জয়নব বিবি এবং ভ্রান্তিকাল। জহির রায়হান অডিটোরিয়ামে প্রতিদিন বেলা ২:৩০ এ প্রদর্শনী শুরু হবে।উল্লেখ্য, ২৫ মার্চ শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ২৭ মার্চ পর্যন্ত।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ভোলায় নবীকে কটুক্তির প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …