জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা দক্ষিন ডিবির পক্ষ থেকে কেরানীগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী এবং দুস্হদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে দক্ষিন ডিবি পুলিশের কার্যালয়ের সামনে চলচিত্র প্রদর্শনী এবং আজ (১৫ আগষ্ট) দুস্হদের মাঝে খাবার বিতরন করা হয় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পক্ষ থেকে।
চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে পলাশী থেকে ধানমন্ডি ছবিটি দেখানো হয়। শত শত মানুষ এ সময় ডিবি কার্যালয়ের সামনে চলচিত্রটি উপভোগ করেন।
পরে ১৫ ই আগষ্ট দুপুর বেলা গরীব দু:খি ও দুস্থদের মাঝে খাবার বিতরনের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান, পরিদর্শক নাজমুল হোসেন, এস.আই. সুজিত সরকার, হাসিব মোল্লা, মাজাহার তাহের, মো: রুবেল , আসাদ, সাখাওয়াত সহ প্রমুখ।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান নিউজ ঢাকা কে বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জনক। প্রতিটা মানুষের উচিত বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা। বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে তরুন সমাজকে জানানোর উদ্দেশ্যেই আমরা চলচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি।
নিউজ ঢাকা ২৪।