জবি সোশিওলজি ক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক ইয়াছিন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সোশিওলজি ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে বিভাগের ১৪ তম আবর্তন ও ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বিভাগের ১৫ তম আবর্তন ও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইয়াছিন ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

নির্বাচনে সহ-সভাপতি পদে ১৪তম আবর্তনের মুবাশ্বির রহমান ও ১৫তম আবর্তনের সাদিকুজ্জামান শুভ সহ ৫ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মো. সাকিব হোসাইন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হোন ১৭তম আবর্তনের মিলন মিয়া।

এর আগে ১৬ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় রাত ১০ টায়।

Check Also

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯, বহিষ্কার ২০

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯, বহিষ্কার ২০

এইচএসসি ও সমমানের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার)। এ দিন অনুপস্থিত ছিল ১৩ হাজার …