জবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে মুত্তাকী-জাহিন

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ২৮ তম কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।

১৭ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে কে এম মুত্তাকী ও সাধারণ-সম্পাদক হিসেবে খায়রুল হাসান জাহিন মনোনীত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা হলেন, সহ-সভাপতিঃ এমএন জুনায়েদ ও সাবাব আলম সানিদ।

সহ-সাধারণ সম্পাদকঃ জান্নাতুল ফেরদৌস সৃষ্টি। সাংগঠনিক -সম্পাদকঃ মৃত্তিকা সরকার। কোষাধ্যক্ষ- ফাতেমা মেঘলা। দপ্তর-সম্পাদকঃ আব্দুর রহমান। শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ আসমানী আশা। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ভ.ই.মাও সৈকত।

সাংস্কৃতিক সম্পাদকঃ ব্রততি বিথু। সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ আফসানা চাঁদনী। নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য এবং মৃন্ময়ী অগ্নি আর্জু।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে পরিকল্পিতভাবে কিশোরকে হত্যার অভিযোগ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!