জবি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিকরণে কোষাধ্যক্ষকে স্মারকলিপি

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সৌন্দর্যবৃদ্ধিকরণে কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন ৭দফা আন্দোলনের আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন।উক্ত স্মারকলিপিতে জবি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিকরণে প্রশাসনের কাছে তিনটি বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলো হলো

১. ময়লা ফেলার জন্য সম্পূর্ণ ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমানে বিন বসানো।

২. দেয়ালগুলো পরিষ্কার করে সেখানে আর্ট করানো। যেমন : দেওয়ালগুলোতে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তুলা।

৩.ক্যাম্পাসের খালি জায়গাগুলোতে ঘাস এবং বিভিন্ন গাছ (ফুলের গাছ বা অন্যান্য) লাগানো।

স্মারকলিপি প্রদান শেষে রাইসুল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, আমাদের ছোট ক্যাম্পাসটা চাইলেই আমরা অনেক সুন্দর করে সাজাতে পারি যদি প্রশাসন সুদৃষ্টি দেয়। সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের চাওয়াগুলোর প্রতি প্রশাসনের ইতিবাচক ভূমিকার কারণে আমরা আশা করছি যে ক্যাম্পাসের সৌন্দর্যকরণেও প্রশাসন ইতিবাচক মনোভাব দেখাবেন।

ভর্তি পরীক্ষার পরেই তাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে বলে কোষাধ্যক্ষ তাদের আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান হোসেন, তাওসিব মাহমুদ সোহান, মাহফুজ হিরা, আবু বকর সহ আরও অনেকে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,শীতকালীন ছুটি ভোগ করবে না জবির কর্মকর্তা ও কর্মচারীরা

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …