জবিস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ, সম্পাদক ফরহাদ

নিউজ ডেস্ক: জবিস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে জবির রসায়ন বিভাগের ফাহমিদ নাফিজ এবং সাধারন সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের আবু ফরহাদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) আগামী এক বছরের জন্য নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোমিন এবং যুগ্ন-সাধারন সম্পাদক হয়েছেন ইমরুল কায়েস মুন্নাহ।

বিগত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি প্রদানের কথাও উল্লেখ রয়েছে।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ফাহমিদ নাফিজ বলেন,‘আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমার উপর আস্থা রাখার জন্য। আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করব।ক্যাম্পাসে নওগাঁ জেলার মর্যাদা অক্ষুন্ন রাখব। সামনে আমরা ইফতার মাহফিল সহ ক্যারিয়ার প্রোগ্রাম হাতে নিয়ে আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মুনতাসীর হাসান ও সাবেক সভাপতি হাবিবুর রহমান । উপদেষ্টাগণ বলেন, নতুন নেতৃত্বে যারা এসেছেন তাদের হাতেই সফল ভাবে এগিয়ে যাবে জবি নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

Check Also

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯, বহিষ্কার ২০

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯, বহিষ্কার ২০

এইচএসসি ও সমমানের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার)। এ দিন অনুপস্থিত ছিল ১৩ হাজার …