জবির স্নাতকোত্তর শ্রেণির প্রতিবন্ধি শিক্ষার্থীদের যাবতীয় ফি মওকুফ।

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটে অধ্যয়নরত স্নাতকোত্তর শ্রেণির সকল প্রতিবন্ধি শিক্ষার্থীদের যাবতীয় ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত রবিবার (৮ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটে অধ্যয়নরত স্নাতকোত্তর শ্রেণির সকল প্রতিবন্ধি শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি সহ যাবতীয় ফি মওকুফ করা হল। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেক খুশি হন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনেকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।

উক্ত সিদ্ধান্তের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন নিউজঢাকা২৪.কম কে জানান এটি অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি ভালো উদ্যোগ।

প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ নিলে খুব সহজেই তারা এগিয়ে যাবে। তবে স্নাতক পর্যায়েও এমন করা উচিত।

নিউজ ঢাকা

আরো পড়ুন,কেরানীগঞ্জে র‍্যাবের ফাদে ৭ ছিনতাইকারী

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …