আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে গ্র্যাজুয়েটদের উপহার সামগ্রী বিতরণ শুরু হচ্ছে আজ (৭ জানুয়ারি) থেকে।সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা ৭,৮ এবং ৯ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে (সকাল আটটা থেকে বিকাল চারটা) স্ব-স্ব বিভাগ থেকে কস্টিউম, ব্যাগ,ও গিফট সংগ্রহ করতে পারবেন
।এছাড়াও গ্র্যাজুয়েটরা সমাবর্তনের দিন (১১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, ১২ ও ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত স্ব-স্ব বিভাগ থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবেন।নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সনদ সংগ্রহ করতে ব্যার্থ হলে পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের ১ মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়৷প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেন।