জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ কথা জানানো হয়।
নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টরবৃন্দরা হলেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) উপবিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তারা পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]