জবি চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
আলোচনা পর্বে বক্তারা বাংলা চলচ্চিত্রে নারীদের ভূমিকা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক ফাতেমা আমিন।
প্রদর্শনী শেষে প্রদর্শিত চলচ্চিত্রসমূহের নির্মাতাদের এবং আলোচনা পর্বে বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়৷ তিন দিনব্যাপী আয়োজিত ‘আমাদের সিনেমা’ শীর্ষক দেশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় গত বছরের আলোচিত সাতটি চলচ্চিত্র। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল।
আরো পড়ুন,জনসেবার নামে প্রতারনা, আহসান হাবীব পেয়ারের পর এবার ইফরীত জাহিন কুঞ্জ