জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্নহত্যা প্রতিরোধ’ বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর নেতৃত্বে এই র‍্যালিটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এই র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে শ্রী শ্রী দূর্গাপূজা

Check Also

আসিফ নজরুল

প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস পাবেনঃ আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ থেকে এক …