জবিতে দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে ১৫ তম ব্যাচের নবীনবরণ ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তৌহিদুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বরিশাল) এর উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, নবীনদের বরণ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বাসন্তী সাজে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!