জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ আয়োজন করতে চলেছে তিনদিন ব্যাপী ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (অডিটোরিয়াম) সিনেমা প্রদর্শনী হবে।
এই উৎসবে বিগত বছরের দর্শক সমাদৃত ও আলোচিত সাতটি চলচ্চিত্র এবং চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।
চলচ্চিত্র সমূহ হল- আলফা (৯ই ফেব্রুয়ারি সকাল ৯টা), হৃদয়ের রংধনু (৯ই ফেব্রুয়ারি সকাল ১১টা), ফাগুন হাওয়ায় (৯ই ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা), আন্ডার কন্সট্রাকশন (১০ই ফেব্রুয়ারি সকাল ৯টা), আহত ফুলের গল্প (১০ই ফেব্রুয়ারি সকাল ১১টা), ইতি তোমারি ঢাকা (১০ই ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা এবং ১১ই ফেব্রুয়ারি সকাল ৯টা) এবং ন ডরাই (১১ই ফেব্রুয়ারি দুপুর ১২টা)। এছাড়াও চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী (১১ই ফেব্রুয়ারি সকাল ১০টা)।
উৎসবের অংশ হিসেবে আরও থাকছে ‘How to be done an Indie Film: Director’s Statement’, শীর্ষক সেমিনার (১১ই ফেব্রুয়ারি সকাল ১১টা)।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম। এছাড়াও অংশগ্রহনকারী চলচ্চিত্রসমূহের পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরো পড়ুন,জবির রসায়ন বিভাগের উদ্যোগে ২ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন আগামীকাল