জবিতে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনের সেমিফাইনাল সম্পন্ন

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: আজ শনিবার (৫ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন ‘Dacol Of Excellence ‘ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং এনঅারবিসি ব্যাংক এর প্রযোজনায় এই আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন এর সেমিফাইনাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (অডিটোরিয়াম) এই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মোট ২৪টি দল আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনের সেমিফাইনালে অংশ নিয়েছিল।সেখান থেকে ৮টি দল ফাইনাল রাউন্ডে লড়াই করবে।
আগামী ১৯ অক্টোবর (শনিবার) আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনের ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,খোরশেদ মাহমুদ এর কথায় কে এম মনিরের “স্বপ্নগুলো”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

হুমায়ূন আহমেদের গল্প-স্মৃতি ‘কোথাও বৃষ্টি হচ্ছে’

এই নন্দিত লেখকের বই পড়েননি, কিংবা তাঁর টেলিভিশন নাটক দেখেননি- বাংলাদেশে কিংবা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে …

error: Content is protected !!