জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শিত

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।
‘জাগো সত্যের শুভ্র আলোয়, জাগো হে মিলিত প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়।

বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দারের সঞ্চালনায় উক্ত বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু ও উপদেষ্টা বজলুর রশীদ খান।

নিউজ ঢাকা

আরো পড়ুন,রাজবাড়ীতে নকল করার অপরাধে ৫ পরীক্ষার্থী বহিস্কার

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …