চোরের পিছনে ১ কিলোমিটার

ঢাকার নিউমার্কেট এলাকায় রোজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মোবাইল চোরের পিছে প্রায় এক কিলোমিটার রাস্তা দৌঁড়ে অতপর চোরকে ধরে নিকটবর্তী থানায় দিলেন কেরানীগঞ্জ উপজেলার (মডেল) এর সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান সোহেল ।

এমন একটি লেখা আজ তিনি তার নিজ ফেসবুকে পোষ্ট করেন যা হুবোহুব লেখা হল –

নিউমার্কেট এলাকায় বাসের জানলা থেকে মোবাইল ছিনতাই করতে দেখলাম,গাড়ি থেকে নেমে দৌড়ে ধরে ফেলালাম ! মোবাইল উদ্ধার করা হয়েছে ।

গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এসঅাই মাসুদ সাহেবের জিম্মায় হস্তান্তর।

অাসুন,অামাদের সামনে সংঘটিত অপরাধ দমনে সহায়তা করি !

তার এই পোষ্ট ইতিমধ্যে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান সহ কেরানীগঞ্জের সাধারন জনগণের মাঝে নিয়ে এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উৎসাহ।

তার পোষ্টে কেরানীগঞ্জের একজন লিখেছেন – আপনি একজন সুদক্ষ,চৌকস ও ন্যায়ের পক্ষে অনমনীয় সরকারি অফিসার হিসেবে ইতিমধ্যে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, অন্য আরেকজন লিখেছেন জনাব কামরুল হাসান আপনি অত্যন্ত আকর্ষণীয় একজন ব্যক্তি আপনাকে কেরানীগঞ্জবাসীকে খুব সহজেই আপন করে নিয়েছে সেই কারনে কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার প্রতি সর্বাঙ্গীণ ভালবাসা ও শ্রদ্ধা।

নিউজ ঢাকা

আরো পড়ুন,সংস্কারের অভাবে বেহাল দশা রাজবাড়ীর সরকারী খাদ্য গুদামের

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …