কেরানীগঞ্জে উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের মোবাইল শপ শো-রুম “গিভ এ্যান্ড টেক”

“আস্থা শতভাগ” এই স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মান সমৃদ্ধ মোবাইল ফোনের ব্র্যান্ডশপ গিভ এ্যান্ড টেক।

রোববার সকাল ১১:০০ টায় ফিতা ও কেক কেটে উৎসবের আমেজে ব্র্যান্ডশপ গিভ এন্ড টেক এর উদ্বোধন করেন
জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জননেতা শাহীন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পি পি এম পুরস্কার প্রাপ্ত দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

অন্যান্যদের সাথে আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বাঘাপুর স্কুল এ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদ, কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের আমন্ত্রিত অতিথি, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আব্দুল্লাহপুর শাখার ব্যাবস্থাপক, আব্দুল্লাহপুর মোবাইল মার্কেট কল্যান সমিতির নেতৃবৃন্দ, সাতটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, ডিলার মালিক, গিভ এ্যান্ড টেক এর ক্রেতা ও শুভানুধ্যায়ীরা।

 

উদ্বোধন শেষে গিভ এ্যান্ড টেক এর সফলতা, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়ার আয়োজন ও মিষ্টান্ন বিতরন করা হয়।

উদ্বোধক ও প্রধান অতিথি শাহীন আহমেদ
“গিভ এ্যান্ড টেক” এর সফলতা প্রত্যাশা করে বলেন-
এই শো-রুমটি কেরানীগঞ্জের মানুষকে শহরমূখী প্রববনতা কমিয়ে আঞ্চলিক বাজারেই ব্র্যান্ডের ফোন কেনায় উৎসাহ জোগাবে।

বিশেষ অতিথি জনাব মনিরুল ইসলাম পি পি এম
শো-রুমটির নতুন ফোন বিক্রয়ের মান বজায় রাখার পরামর্শ দিয়ে সচেতন ক্রেতাকে অরজিনাল ফোন কেনার পরামর্শ প্রদান করেন।

১৬ ই ডিসেম্বরে ৮ বছরে পদার্পন ও নিজেদের তৃতীয় শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে “গিভ এ্যান্ড টেক” এর প্রতিষ্ঠাতা এইচ.এম রুবেল জানান-
ক্রেতা ও শুভানুধ্যায়ীদের শতভাগ আস্থায় আমরা এই নতুন শো-রুম চালু করতে যাচ্ছি।
যেখানে একজন ক্রেতা একই ছাদের নিচে পাবেন – আন্তর্জাতিক মান সমৃদ্ধ #স্যামসাং, #হুয়াওয়ে, #অপ্পো, #নোকিয়া, #শাওমি, #ভিভো সহ বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড #সিম্ফোনীর অনুমোদিত অরজিনাল ওয়ারেন্টি সহ সব ধরনের স্মার্ট ও ফিচার ফোন।
আমরা লাগেজে করে নিয়ে আসা অবৈধ ফোন কিংবা রিকন্ডিশন ফোন বিক্রি করিনা বলে, খুব সহজেই একজন ক্রেতা নিশ্চিন্তে ও নির্ভাবনায় কোম্পানীর নির্ধারিত মূল্যে অরজিনাল ফোন কিনতে পারবেন।
তাছাড়া এই শো-রুমে ক্রেতাদের সুবিধার্থে ফ্রি ওয়াই-ফাই সুবিধা সহ নিশ্চিদ্র নিরাপত্তায় সি সি ক্যামেরার পর্যবেক্ষন সুবিধা থাকছে।
সন্মানীত ক্রেতাগন যাতে সহজেই পন্যের মূল্য পরিশোধ করতে পারেন, তার জন্যে “ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট সহ নগদে পেমেন্ট করার সার্বিক সুবিধা বিদ্যমান থাকবে।
উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি স্মার্ট ফোনেই ডিসেম্বর মাস জুড়ে থাকছে আকর্ষনীয় পুরস্কার।

উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী মো: জিলানী, মো: আসাদ আলী, কামরুল ইসলাম মানিক ও মোহাম্মদ উল্লাহ্ শুভ বলেন- মোবাইল ফোন ক্রয়ে “গিভ এ্যান্ড টেক” একটি আস্থার নাম। আমাদের বিশ্বাস এই শো-রুমটি কেরানীগঞ্জের সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে।

 

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …