গনতন্ত্র আবার মুখ থুবরে পড়ুক,সে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে – খাদ্য মন্ত্রী

একটি গোষ্ঠি বাংলাদেশ পিছিয়ে নিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নে বিশ্বাসী। আমরা শেখ হাসিনার হাত ধরেই ৪১ সালে উন্নত দেশদেখার স্বপ্ন দেখছি। বাংলাদেশের প্রশংসায় আজ বিশ্ব নের্তৃবৃন্দরা পঞ্চমুখ। বাংলাদেশকে আজ বিশ্ব সামৃদ্য দেশ হিসাবে শ্রদ্ধার চোখে দেখেন  – খাদ্য মন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেকহাসিনা বিশ্বের দশজন নেতার মধ্যে একজন। রাষ্ট্র নায়কের মধ্যে তার অবস্থান। তিনি দেশকেএগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।গনতন্ত্র আবার মুখ থুবরে পড়ুক, সে ষড়যন্ত্র বাংলাদেশে আবার শুরু হয়েছে। মন্ত্রী আগষ্ট মাসেসবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে ষড়যন্ত্রকে প্রতিহত করার আহবান করেন। স্বাধীনতা বিরোধী শক্তিরবিরুদ্ধে সর্বঐক্য ড়গে তুলতে হবে বলেও জানান। এ চক্রটি সুষ্ঠ নির্বাচন চায় না। এরানির্বাচনকে ভয় পায়। ডিসেম্বর মাসে দেশে একটা সুষ্ঠ নির্বাচন হবে। নির্বাচনকমিশন ¯^াধীন ভাবে কাজ করছে। তারা সকল দলের অংশ গ্রহনে সুন্দর একটি নির্বাচন উপহারদিবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথিহিসাবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরা সুষ্ঠনির্বাচন চায় না। নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য,নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ,গনতন্ত্রকে হত্যা করার জন্য আজকে ষড়যন্ত্র চলছে।১/১১ এর কুশিলবরা এবং বিএনপি-জামায়েত ঐক্যবদ্ধ হচ্ছে কিভাবে নির্বাচনকে বুন্ডল করাযায়। এরা জানে নির্বাচনে এদের নিশ্চিত পরাজয়। এরা যতই ঐক্য গড়ে তুলেক না কেন এদেররেজাল্ট জিরো প্লাস জিরো প্লা ইকুয়ালটি জিরো। জনগনের প্রতি তাদের কোন আস্থা নাই,তাদের আস্থা বিদেশীদের কাছে। তারা নতুন পদ্ধতিকে ভয় পায়, তারা ইভিএম পদ্ধতিকেও ভয় পায়।আমরা জনগনকে বি¯^াস করি, আমরা ইভিএমকে বিশ্বাস করি না, আমরা জানি জনগন দেশেরউন্নয়নকে বিশ্বাষ করে আবার ভোট দিয়ে মাননীয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। খাদ্যমন্ত্রীআরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেচেয়েছিল। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে দুটি দল কাজ করছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসআগামী প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজকরে যাচ্ছে আর বিএনপি-জামায়েত সরকার ইতিহাস বিক্রিত করে নতুন প্রজন্মের কাছেউপাস্থাপন করেছে। বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে, একাত্তরে আমরা যে পাক বাহিনীর সাথে আমরাযুদ্ধ করেছি, তাদের দোসররাই বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের চিত্রবা ইতিহাস নতুন প্রজন্মকে এতোদিন জানানো হয়নি বা পাঠ্য পুস্তকেও দেয়া হয়নি।একাত্তরের ঘাতকরা তাদের পারাজয়ের প্রতিশোধ রহম করার জন্য,তাদের জিজ্ঞাংসা চরিতার্থ করারজন্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে বহু রাষ্ট্র নায়ক ও রাজনীতিবিদদের প্রান দিতে হয়েছে। আমরা জানি মার্কিনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, জন কেনেডি, চিনের প্রেসিডেন্ট আলেংগিন,ভারতের মহাত্মাগান্ধি,ইন্দ্রিরা গান্ধি, রাজিব গান্ধিসহ অনেক রাষ্ট্র নায়ককে প্রান দিতেহয়েছে আততাইয়ের হাতে। কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে নৃশংসয়ভাবে স্বপরিবারে হত্যা করাহয়েছে, এ রকম পৈশাচিক জঘন্যতম হত্যা কান্ড পৃথিবীর ইতিহাসে আর একটাও নাই। পৃথিবীরজগন্যতম তিনটি হত্যা কান্ডের মধ্যে জিয়া ও জিয়া পরিবার জড়িত। এদের মধ্যে জেলখানায়
জাতীয় চার নেতাকে হত্যা, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে  স্বপরিবারে হত্যা ও ২০০৪ সালে ২১ আগষ্টগ্রেনেড হামলায় সাধারন জনগনসহ বহু নেতা কর্মি হত্যা।ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন-পিপিএম, ঢাকা জেলা অতিরিক্তপুলিশ সুপার মাসুম ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাহীঅফিসার শাহে এলিদ মইনুল আমিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি পারভেজুর রহমান,কেরানীগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোঃইউসুফ আলী চৌধুরী সেলিম, সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিংহাজি মোঃ আমিন উল্লাহ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের,পরিদর্শক(তদন্ত) শোয়েব আলী মোল্লা, পরিদর্শক (অপারেশন) মোঃ আশিকুর রহমান ,পরিদর্শক কলাতিয়াপুলিশ ফাড়ির ইনচার্জ হাজি মোঃ শাহ আলম, ঢাকা জেলা গোয়েন্দা (দক্ষিন) ওসি মোঃশাহজামান,এস আই মোঃ জালাল উদ্দিন।

এইচ.এম.সাগর

নিউজ ঢাকা ২৪।

Check Also

আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। আজ মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর এভার …