খোরশেদ মাহমুদ এর কথায় মুক্তি পাচ্ছে কে এম মনিরের “স্বপ্নগুলো”।
পিরোজপুরের আলামকাঠীতে বেড়ে উঠেছেন কে এম মনির। পুরো নাম খান মনিরুজ্জান মনির ।বর্তমানে তিনি ঢাকায় ছোট একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন।
ছোট বেলা থেকেই গানের প্রতি ছিলো অকৃত্রিম ভালোবাসা। গানকে পথচলার সাথী করেছে কে এম মনির সেই ছোট থেকেই। জীবনে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে তাকে এই গানের জন্যই। কে মনিরের শিল্পী হয়ে উঠার স্বপ্ন ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে।
তার মধুর কন্ঠে অনেকের মন মাতিয়েছেন তিনি । এর পর ডাক পরতে থাকে এক একটি স্টেজ শো তে । জনপ্রিয়তাও কুড়িয়েছেন অনেক এই স্টেজ প্রোগ্রাম গুলোতেও ।
এবার আড়াল ভেঙ্গে সামনে আসছে প্রচার বিমুখ মনির।যদিও দিন নিজেকে অনেকটাই আড়াল করেই রেখেছিলেন ।
জনপ্রিয় সুরকার ফাজবির তাজ এর সুরে খোরশেদ মাহমুদের কথায় এফ সিরিজের ব্যানারে কম্প্রোজ করেছেন সাদ শাহ । আগামী মাসের প্রথম সাপ্তাহে রিলিজ হওয়ার কথা রয়েছে গানটি ।
গানটি রিলিজ প্রসঙ্গে কে এম মনির বলেন গানের কথা গুলো খুব ভালো। আমার প্রথম সোলো গান এটি । গীতিকার খোরশেদ মাহমুদ এবং নপ্রিয় সুরকার ফাজবির তাজ এর প্রতি প্রতি আমি চিরকৃতজ্ঞ।
প্রায় তিন মাস লেগেছে গানটির কাজ শেষ করতে। আশা করি স্রোতাদের ভালো লাগবে।