কেরানীগঞ্জ- দোহার- নবাবগঞ্জ সড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ- দোহার- নবাবগঞ্জ সড়কে কালিন্দী এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) যুবকের লাশ  উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সবালে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদেন্তর জন্য স্যার সলিমুল্লাহ মেডকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই ফরহাদ হোসেন ছোটন জানান, স্থানীয় লোকজনের মুখে সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ- দোহার- নবাবগঞ্জ সড়কের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় ঘটনাস্থলে গিয়ে নিহত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করি। নিহতের পড়নে জিন্স প্যান্ট ও খয়েরি রংয়ের হাফ হাতা গেঞ্জি পরিহিতছির। গায়ে ছোলা জখমের চিহ্ন এবং অগোছালোভাবে চুল কাটা রয়েছে। ধারনা করা হচ্ছে নিহত অজ্ঞাত যুবকটি সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে। তিনি স্থানীয়দের বরাদ দিয়ে বলেন নিহত যুবকটি পাগলছিল। কয়েকদিন ধরে নিহত যুবককে এত্র এলাকায় ঘোররাফেরা করতে দেখা গেছে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ে করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ.এইচ.এম সাগর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!