১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আজ কেরানীগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চুনকুটিয়া চৌরাস্তায় দক্ষিন কেরানীগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০ ঘটিকায় বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালির অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিরাজুর রহমান সুমন, সভাপতি, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গাজী ডিপটি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বজলুর রহমান। সমাবেশ শেষে র্যালিটি কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে চুনকুটিয়া চৌরাস্তায় এসে শেষ হয়।
অনুষ্ঠানে মোঃ বজলুর রহমান শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন ও ন্যায্য অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক জুয়েল মৃধা, সিনিঃ সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ সাধারন সম্পাদক আবুল হোসেন ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।