কেরানীগঞ্জে ১৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করলো ডিবি পুলিশ 

কেরানীগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ

বুধবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান।

এর আগে ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের তিন জনকে আটক করা হয়। আটকরা হলেন, রিয়াজ (৩২), মোফাজ্জল হোসেন (৩২) ও মুন্না (২২)।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এর পরিদর্শক ভজেন্দ্রনাথ ভদ্রের নেতৃত্বে উপ পরিদর্শক বিপুল চন্দ্র ও সুজিত সরকার ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ

 

 

আরো পড়ুন: প্রিয় ফোনটিতে পানি ঢুকলে কি করবেন??

যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।

এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম  সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।

  • ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
  • ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।
  • ফোনটিকে ভালো ভাবে ঝাকানোর চেষ্টা করুন । তবে লক্ষ রাখবেন যাতে হাত থেকে ছুটে না যায়।
  •  ফোনের সিম কাড মেমোরী কাড খুলে ফেলুন। তার পর ভিতরের অংশ পরিষ্কার করুন। যে পর্যন্ত সিউর না হচ্ছেন যে ফোনে পানি নাই, ফোনটি অন করবেন না।
  • ফোন শোকাতে ভুলেও  হেয়ার ড্রায়ার ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে ফোনের ভিতরের পার্স গলে যাবার সম্ভাবনা থাকে।
  •  ফোনে স্কীন গাড লাগানো থাকলে তা খুলবার ব্যবস্থা করুন।

বিস্তারিত পড়তে ক্লিক করুন এইখানে ……….

 

নিউজ ঢাকা

 

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …