সামসুল ইসলাম সনেটঃ পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব কেরানীগঞ্জ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে জিঞ্জিরার আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে কলাতিয়া উচ্চবিদ্যালয়।
জমজমাট ফাইনালে সামান্য ব্যাবধানে কলাতিয়া উচ্চবিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়। চ্যাম্পিয়ন হওয়ার ফলে আয়মনা খাতুন উচ্চবিদ্যালয় জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো। বিজয়ী দলের দলনেতা তাসমিয়া আহমেদ সেরা বক্তা নির্বাচিত হন।
“সচেতনাই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে” এর পক্ষে বিপক্ষে বিতার্কিকেরা তাদের মতামত তুলে ধরেন। বিপক্ষে বলে চ্যাম্পিয়ন হয় আয়মনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্বে ছিলেন ন্যাশনাল ডিবেট ফেরাডারেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি নওরীন মোস্তফা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খায়রুন নাহার।
বিতর্কের ফাঁকেই অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, এতে বিজয়ী হন তালেপুর স্কুলের লামিয়া আক্তার, অ্যালবার্টস স্কুল ও কলেজের জান্নাতুল রশীদ, কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের আইরিন আক্তার, ফহিমা আক্তার ও সুমাইয়া আক্তার আজ ১১জানুয়ারী ২০১৯ রোজ শুক্রবার কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সারা দিন ব্যাপি অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কেরানীগঞ্জ উপজেলার মোট ১০ টি স্কুল অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী অন্যান্য স্কুল গুলো হলো সোনাকান্দা উচ্চবিদ্যালয়, অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,পারজোয়ার কালিন্দী উচ্চ বিদ্যালয়, বড়িশুর উচ্চ বিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়, সকাল ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা সরকার, রাশেদুল আলম জেষ্ঠ সহ সম্পাদক প্রথম আলো, ইকবাল রতন প্রথম আলো কেরানীগঞ্জ প্রতিনিধি, শাকিল মাহাবুব নির্বাহী সভাপতি প্রথম আলো বন্ধুসভা, রবিউল আজিম টি কে গ্রুপ, সায়মন চৌধুরী সভাপতি পীয়ারলেস ইয়ুথ ক্লাব কোন্ডা, প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জের সভাপতি রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ। বন্ধুসভার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের, ফাহিম, অনিক, সোহান, শাকিল, জুই, ইকবাল হাসান সহ অনেকে। আয়োজনে প্রতিপাদ্য ছিলো “যোগ দাও যুক্তির মেলায় করো যুক্তি দিয়ে বিশ্ব জয়”