ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নে কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে সাধারন জনগণের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২০ জানুয়ারি ) রোহিতপুর ইস্পাহানী হাইস্কুল মার্কেটে বিকেল ৪.৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার।
এসময় রামানন্দ সরকার বলেন এলাকায় মাদক, সন্ত্রাস সহ ঘটে যাওয়া যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের কে জানান,আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব,আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সেবায় সবসময় পাশে আছে এবং সব সময় থাকবে।
এছাড়াও উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম,ঢাকা জেলা দক্ষিণ শাখার ট্রাফিক ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মল্লিক ( সবুজ ), ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আযম খান বারকু,কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ আলো বেগম প্রমুখ।
আরো পড়ুন,রাজবাড়ী বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে সহ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক