কেরানীগঞ্জে র‍্যাবের হাতে মুক্তিপন চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী ও মুসলিমনগর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মুক্তিপন চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্প।

এবিষয়ে র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম জানান ১৯ জানুয়ারি ( রবিবার ) বিকেল ৫ ঘটিকার সময় র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী ও মুসলিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণ চক্রের মোট ৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতরা হলেন – ১) মোঃ সাইদুর রহমান (৪৯), পিতা-মৃত আঃ কাদের আকন্দ, সাং-বাহেরঘাট, থানা-উজিরপুর, জেলা -বরিশাল, এ/পি-বাসা নং-ক/২২৪, বাগবাড়ী, বাতেন ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দারুস সালাম, ডিএমপি, ঢাকা, ২) মোঃ আবুল বাশার (৪০), পিতা-সুলতান মাতবর, সাং-ইর্স্টান বাজার আলুকান্দা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৩) আব্দুর রব (৪৮), পিতা-আব্দুল করিম, সাং-চর কাচিকাটা, থানা-শিবচর, জেলা-শরিয়তপুর, এ/পি-সাতপাখি কানাপট্টি, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৪) মোঃ আরমান হোসেন রাসেল (৩২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-কালিগঞ্জ বয়েজ ক্লাব, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা – ঢাকা। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২৩০০ টাকা সহ মোট ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

গ্রেফতার হওয়া ৪ ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মুক্তিপন মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

নিউজ ঢাকা

আরো পড়ুন,পকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করতে হবেঃ মেয়র লিটন

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …